রাতারাতি টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে যশোর শহরের রুমা খাতুনের কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। তবে ঘটনার এক সপ্তাহের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ভুক্তভোগী রুমা খাতুন জানান, প্রায় ছয় মাস আগে ‘কবিরাজ’ পরিচয়ে ইসমাইল গাজী (৪৮) নামের এক ব্যক্তি তার বাসায় হাজির হন। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে তিনি বলেন, তিনি টাকা ও স্বর্ণ দ্বিগুণ করে দিতে পারেন। প্রাথমিকভাবে মোবাইল নম্বর দিয়ে চলে গেলেও ২৪ জুন তিনি আবার রুমার বাড়িতে আসেন এবং তার ছোট বোনের সামনেই একটি টাকার নোট দ্বিগুণ করে দেখান—যা দেখে দুই বোন বিস্মিত হন।
দ্বিগুণ লাভের আশায় রুমা খাতুন ঘরে থাকা নগদ ৪ লাখ ২৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার তুলে দেন তার হাতে। ইসমাইল গাজী প্রতারণার নাটক সাজিয়ে জানান, এসব সম্পদ একটি কার্টনে রেখে দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে—এরপরই সব দ্বিগুণ হয়ে যাবে। এরপর সুযোগ বুঝে তিনি চুপিসারে কার্টনসহ উধাও হয়ে যান।
প্রতারণার বিষয়টি টের পেয়ে রুমা খাতুন যশোর ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভয়নগরের ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল গাজীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা এবং ৪০.১০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার।
ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, প্রতারককে আটকের পাশাপাশি উদ্ধার করা মালামাল প্রমাণসহ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।